কোন দেশের ওপর কত শুল্ক চাপালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ১০:২০ এএম


কোন দেশের ওপর কত শুল্ক চাপালেন ট্রাম্প
ফাইল ছবি

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় নতুন এ হার ঘোষণা করা হয়।

কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। চলুন সেটি দেখে নেওয়া যাক-

বিজ্ঞাপন

বাংলাদেশ ২০%

ভারত ২৫%

পাকিস্তান ১৯%

বিজ্ঞাপন

আফগানিস্তান ১৫%

বিজ্ঞাপন

আলজেরিয়া ৩০%

অ্যাঙ্গোলা ১৫%

বলিভিয়া ১৫%

বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%

বতসোয়ানা ১৫%

ব্রাজিল ১০%

ব্রুনেই ২০%

কম্বোডিয়া ১৯%

ক্যামেরুন ১৫%

চাদ ১৫%

কোস্টারিকা ১৫%

কোট দিভোয়ার (আইভরি কোস্ট) ১৫%

কঙ্গো গণপ্রজাতন্ত্রী ১৫%

ইকুয়েডর ১৫%

ইকুয়েটোরিয়াল গিনি ১৫%

ইন্দোনেশিয়া ১৯%

ইরাক ৩৫%

ইসরায়েল ১৫%

জাপান ১৫%

জর্ডান ১৫%

কাজাখস্তান ২৫%

লাওস ৪০%

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০%

ফিজি ১৫%

ঘানা ১৫%

গায়ানা ১৫%

আইসল্যান্ড ১৫%

লেসোথো ১৫%

লিবিয়া ৩০%

লিচটেনস্টেইন ১৫%

মাদাগাস্কার ১৫%

মালাউই ১৫%

মালয়েশিয়া ১৯%

মরিশাস ১৫%

মলদোভা ২৫%

মোজাম্বিক ১৫%

মিয়ানমার (বার্মা) ৪০%

নামিবিয়া ১৫%

নাউরু ১৫%

নিউজিল্যান্ড ১৫%

নিকারাগুয়া ১৮%

নাইজেরিয়া ১৫%

নর্থ মেসেডোনিয়া ১৫%

নরওয়ে ১৫%

পাপুয়া নিউগিনি ১৫%

ফিলিপাইন ১৯%

সার্বিয়া ৩৫%

দক্ষিণ আফ্রিকা ৩০%

দক্ষিণ কোরিয়া ১৫%

শ্রীলঙ্কা ২০%

সুইজারল্যান্ড ৩৯%

সিরিয়া ৪১%

তাইওয়ান ২০%

থাইল্যান্ড ১৯%

ত্রিনিদাদ ও টোবাগো ১৫%

তিউনিসিয়া ২৫%

তুরস্ক ১৫%

উগান্ডা ১৫%

যুক্তরাজ্য ১০%

ভানুয়াতু ১৫%

ভেনেজুয়েলা ১৫%

ভিয়েতনাম ২০%

জাম্বিয়া ১৫%

জিম্বাবুয়ে ১৫%

এর আগে, চলতি বছরের ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের তিন মাসের সময়সীমা গত ৯ জুলাই শেষ হয়। এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের পাল্টা শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। যদিও ৯ জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়।

তার আগে, গত ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয়। 

আলোচনায় বাংলাদেশের পক্ষে যার নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়াও দলে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে শুরু হওয়া তিন দিনব্যাপী আলোচনা শেষে উভয়পক্ষ যৌথভাবে এ বিষয়ে ঘোষণা দেন।

আরটিভি/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission