এবার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০১:২৭ পিএম


এবার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মার্কিন নৌবাহিনীর বিমানঘাঁটি লেমুরের কাছাকাছি জায়গায় একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানায়, পাইলট সফলভাবে বিমানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসেন এবং নিরাপদেই আছেন। দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি বলেও নিশ্চিত করে নৌবাহিনী।

সিএনএন-এর সহযোগী কেএফএসএন-এর ভিডিওতে দেখা গেছে,  মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বিমান স্টেশনের কাছে সমতল, খোলা কৃষিজমিতে দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।

বিজ্ঞাপন

ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় একটি ইএমএস ক্রু পাইলটকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসও দ্রুত সাড়া দেয়। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেওয়া হয়েছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত।  নৌবাহিনী জানিয়েছে, ভিএফ-১২৫ হল একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণ দেয়। 

বিধ্বস্ত বিমান এফ ৩৫সি, এফ-৩৫ লাইটেনিং ২-এর তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি ছিল। এটি মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।  দুর্ঘটনার শিকার বিমানটির দাম প্রায় ১০০ মিলিয়ন ডলার। 

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি বছরে যুক্তরাষ্ট্রে দুটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি এফ-৩৫এ বিমান বিধ্বস্ত হয়। সে সময়ও পাইলটও নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

বিজ্ঞাপন

আরটিভি/একে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission