ভয়ংকর বোমা বানিয়েছে মুসলিম দেশ তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৯:৫৪ পিএম


ভয়ংকর বোমা বানিয়েছে মুসলিম দেশ তুরস্ক
ছবি: সংগৃহীত

মুসলিম দেশ তুরস্ক পারমাণবিক নয় অথচ ভীষণ শক্তিশালী বোমা বানিয়েছে। সোমবার (২৮ জুলাই) তুরস্ক ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলায় (আইডিইএফ) এমনই এক বোমা সবার সামনে হাজির করেছে দেশটি। 

বিজ্ঞাপন

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের তৈরি এই বোমার নাম ‘গাজাপ’। দুই হাজার পাউন্ড বা প্রায় ৯৭০ কেজি ওজনের এই বোমাটিকে তুরস্কের সবচেয়ে শক্তিশালী বোমা বলছে আবিষ্কারক প্রতিষ্ঠান।

বোমাটির বিষয়ে তুরস্কের এক সরকারি কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, বোমাটি প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে পারে। বিপরীতে একটি সাধারণ বোমা তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। বিপরীতে একটি সাধারণ বোমা তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বোমাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এই বোমাটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান থেকে ফেলা যায়।

ওই কর্মকর্তা আরও বলেন, আরঅ্যান্ডডি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। বোমাটির গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমানকে তুরস্কের আকাশ পাহারার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। দেশটি যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ সংখ্যক এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে তুরস্কের হাতেই রয়েছে। বিশ্বজুড়ে মাত্র ৫টি দেশ রয়েছে যারা স্থানীয়ভাবে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধবিমান তৈরি করে, তুরস্ক তার অন্যতম। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, তুরস্কের কাছে বর্তমানে ২৩০ থেকে ২৭০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission