ঝাড়খণ্ডে বাস-ট্রাকের সংঘর্ষ, ১৮ পুণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৫:৪৮ পিএম


ঝাড়খণ্ডে বাস-ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১৮ পুণ্যার্থী নিহত
ছবি: আনন্দবাজার

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার

সংবাদমাধ্যমটি বলছে, ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ১৮ পুণ্যার্থীর মৃত্যু হয়। দেওঘরের সংসদ সদস্য নিশিকান্ত দুবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমার লোকসভা কেন্দ্র দেওঘরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ যেন এই শোক সহ্য করার শক্তি দেন তাদের পরিবারকে।

প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কের ওপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বাসের একাংশ।

ঝাড়খণ্ড পুলিশের আইজি (দুমকা জ়োন) শৈলেন্দ্রকুমার সিনহা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ৩২ আসনবিশিষ্ট বাসে কেবল পুণ্যার্থীরাই ছিলেন। দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রথমে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে এও জানানো হয় যে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তখনই আশঙ্কা করা হয়েছিল মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission