মিশিগানে অনুষ্ঠিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিসমিল্লাহ ক্লাব

মিশিগান প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১১:১৪ পিএম


মিশিগানে অনুষ্ঠিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিসমিল্লাহ ক্লাব
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটির বিঅ্যার মিডল স্কুলের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট ২০২৫। স্থানীয় সহিদ-নেছা হোম কেয়ারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করেছিল। 

বিজ্ঞাপন

যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে টার্মিনেটর ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিসমিল্লাহ ফুটবল ক্লাব। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব অর্জন করেন মাহফুজ আহমেদ। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো মধ্যে ছিলো পাওয়ার রেঞ্জার্স ফুটবল ক্লাব, মাইটি এইট ফুটবল ক্লাব, অফসাইড লায়ন্স ফুটবল ক্লাব, ফ্যালকনস ফুটবল ক্লাব এবং টার্মিনেটর ফুটবল ক্লাব।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের আয়োজকেরা এই সাফল্যের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্যতম সংগঠক জাহিদুর আরিফ, ফয়সল আহমেদ তাসিম, মতিউর রহমান, ফাইফুর শুয়েব এবং গ্রুপের সকল খেলোয়াড়দের প্রতি।

f73c78ba-eb34-43da-bb6a-12e54a45af3d

মাঠজুড়ে যেন এক উৎসবের আবহ তরুণ ফুটবল খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মিলনমেলায় মুখরিত ছিল টুর্নামেন্টটি। সহিদ-নেছা হোম কেয়ারের কর্ণধার সুমন কবীর জানান, তাদের প্রতিষ্ঠান প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজন করেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই ফুটবল গ্রুপের সঙ্গে অনেক বছর ধরে জড়িত এবং অনেক খেলোয়াড়ের সঙ্গে ছোট বেলা থেকেই সম্পর্ক রয়েছে। 

বিজ্ঞাপন

এই ধারাবাহিকতা বজায় রাখতে তার সতীর্থ ইমরান আহমেদ, কাসিম আহমেদ, মুরসালিন চৌধুরী, দুলাল আহমেদ, মুস্তফা আহমেদ, নাজমুল চৌধুরী, যাকারিয়াসহ আরও অনেককে কৃতিত্ব দেন তিনি।

ফুটবল টুর্নামেন্টে খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন: 

সিটি অব ওয়ারেনের মেয়র লরি স্টোন, কাউন্সিলম্যান হেনরি নিউনান, ডেপুটি পুলিশ কমিশনার চার্লস রাস্টন, পুলিশ ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক  এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান-বাম এর সভাপতি জাবেদ চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ সাইফ ইসলাম, প্রকাশনা সম্পাদক তাহমিদ চৌধুরী, প্রখ্যাত রিয়েলটর কামাল উদ্দীন, লোন অফিসার সানি জাইগীরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ মিয়া সাইদুর, বাংলা প্রেস ক্লাব মিশিগান-এর সাধারণ সম্পাদক তুফায়েল রেজা সুহেল, ‘শুভ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ফয়সল আহমেদ মুন্না, বাংলা ভিশন টিভির মিশিগান প্রতিনিধি সাহেল আহমেদ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড় মধ্যে ছিলেন মতিউর, তাহমিদ, জাকারিয়া, আনিফুল, মুতা, মামা, মুহান, জাহিদুর, তাসিম, মারজান জুনিয়র, মারজান সিনিয়র, সুমন, মোস্তাফা, কেভিন, একরাম, রফি, মাহি, থোয়ারিয়ান, জাহেদ, ওয়ালি, জামান, হিমেল, শা, আদিল, শফিকুর, ইমরান, তানবিরুল, নাজমুল, সায়ফুর, রাফি, মাহফুজ, ওভি, শুক্কুর এবং শুভ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission