ইসরায়েলের ওপর চরম ক্ষেপেছে ইয়েমেনি যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৪:১১ পিএম


ইসরায়েলের ওপর চরম ক্ষেপেছে ইয়েমেনি যোদ্ধারা
ফাইল ছবি

গাজায় চলমান মানবিক সংকট সৃষ্টি হওয়ার ঘটনায় চরম ক্ষেপেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে সকল দেশকে ইসরায়েলি শাসনব্যবস্থার ওপর চাপ প্রয়োগের আহ্বান জানায় গোষ্ঠীটি।

তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের ওপর আক্রমণ তীব্র করার মতো তাদের সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের দুর্দশা মোকাবেলার জন্য নৈতিক ও মানবিক বাধ্যবাধকতা থেকে এসেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনের দ্রুত উন্নয়নের কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে।

বিজ্ঞাপন

সামরিক অভিযান বৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হুতি। সিদ্ধান্ত অনুযায়ী,  যদি হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে তাহলে এখন থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ হামলার লক্ষ্য হবে।  

ইসরায়েলি বন্দরের সঙ্গে লেনদেন বন্ধ করার জন্য সমস্ত কোম্পানিকে সতর্ক করে দিয়েছে গোষ্ঠীটি। এটি মেনে চলতে ব্যর্থ হলে তাদের জাহাজগুলো ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের নাগালের মধ্যে যেকোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেছে হুতি।

বিবৃতিতে আরও বলা হয়, এই পৃথিবীতে এমন কোনো স্বাধীন ব্যক্তি নেই যে গাজায় যা ঘটছে তা মেনে নিতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission