ভারতের বিহারে চরম লজ্জাজনক এক ঘটনা ঘটেছে। অসুস্থ হয়ে অজ্ঞান হওয়া এক তরুণীকে হাসপাতাল নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের ভেতরেই ধর্ষণের শিকার হতে হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ জুলাই বিহারের গোধ বায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ড পদে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা চলছিল। সেখানে অংশ নিতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী এক তরুণী। পরীক্ষা চলাকালেই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় একটি অ্যাম্বুলেন্স।
তরুণীর অভিযোগ, অজ্ঞান অবস্থায় থাকাকালীন সময়েই অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি নিজেই এই অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে বোধ গায়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারা হলেন অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমার। স্থানীয় পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অ্যাম্বুলেন্সের গতিপথ নিশ্চিত করা হয়েছে।
তরুণীর স্বাস্থ্য পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার ভয়াবহতা এবং স্পর্শকাতরতা বিবেচনায় তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিহারের এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। নিরাপত্তা বাহিনীতে চাকরি পরীক্ষা দিতে এসে এমন নৃশংসতার শিকার হওয়া নারীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
আরটিভি/এসকে