ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় নারীর পেটে লাথি মারলেন চালক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৪:৫৮ পিএম


ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় নারীর পেটে লাথি মারলেন চালক, অতঃপর...
ছবি: সংগৃহীত

গন্তব্যে পৌঁছোতেই বেশি ভাড়া চাইতে শুরু করেছিলেন অ্যাপ ক্যাব চালক। কিন্তু তা দিতে রাজি হননি মহিলা যাত্রী। অ্যাপে ভাড়া যা দেখিয়েছিল, তিনি তাই দেবেন বলেছিলেন। এ নিয়ে তর্কাতর্কির সময় ওই মহিলা যাত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শর্মিষ্ঠা ঘোষ নামে ওই মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অ্যাপ ক্যাব চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহবাজ আলি। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২) এবং ৭৪ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কলকাতা সংলগ্ন সল্টলেকে ঘটনাটি ঘটেছে। মহিলা জানিয়েছেন, তিনি বাগুইআটি থেকে গাড়ি বুক করেছিলেন। তার গন্তব্য ছিল সল্টলেকের ডিএফ ব্লক। অভিযোগ, সেখানে পৌঁছোনোর পর থেকেই তার কাছ থেকে বেশি টাকা দাবি করতে শুরু করেন চালক। মহিলা যাত্রী তা দিতে না-চাওয়ায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। 

বিজ্ঞাপন

মহিলা যাত্রী পুলিশকে জানিয়েছেন, অ্যাপে যা ভাড়া দেখিয়েছিল, তা দিয়ে তিনি গাড়ি থেকে নেমে যাওয়ার সময়েই তাঁকে হেনস্থা করেন চালক। তার হাত মুচকে দেন। পেটেও লাথি মারেন। ওই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালক দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission