মাঝ আকাশে বিমানের মধ্যে নারী ও পুরুষ যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ১২:৪৭ পিএম


মাঝ আকাশে বিমানের মধ্যে নারী ও পুরুষ যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

গত ২১ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের চেংডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ারএশিয়া এক্সের একটি বিমান। যেখানে বিমানটি মাঝ আকাশেই উঠতেই কয়েকজন যাত্রীদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা এবং তার হাতাহাতিতে রূপ নেয়।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল, নিউইয়র্ক পোস্ট এবং গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, কেবিনের আলো নিভিয়ে দেওয়ার পর উচ্চস্বরে কথোপকথন করছিলেন দুই নারী যাত্রী। এতে অন্য যাত্রীরা বিরক্ত হন।

বিশ্রামের চেষ্টা করছিলেন এমন এক পুরুষ যাত্রী তাদের অনুরোধ করেন, যেন তারা নিচু স্বরে কথা বলেন। কিন্তু অনুরোধ মানতে অস্বীকৃতি জানালে ওই যাত্রী উত্তেজিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে শুরু হয় তর্ক। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নারী যাত্রীরা পাল্টা প্রতিক্রিয়া জানালে দ্রুত পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। এই ভিডিও সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, সবুজ ও সাদা ক্যাপ পরা এক নারী যাত্রী আসনের ওপর উঠে এক পুরুষ যাত্রীকে একের পর এক ঘুষি মারছেন। ওই ব্যক্তি নিজের ট্রে টেবিলের আড়ালে লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পাশে থাকা কেবিন ক্রুরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী নারীর সঙ্গে তার মাও পুরুষ যাত্রীর ওপর শারীরিক আক্রমণ চালান। এই ঘটনায় ইতোমধ্যেই চীনা কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। 

গালফ নিউজ জানায়, ফ্লাইটটি চেংডুতে অবতরণের সময় বিমানবন্দরে যাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত ছিল সিচুয়ান প্রাদেশিক জননিরাপত্তা বিভাগের পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার জেরে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission