ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ১০:২১ পিএম


থাইল্যান্ডে এক নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি বৌদ্ধ সন্ন্যাসীদের যৌনতার ফাঁদে ফেলে ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দীর্ঘদিন ধরে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসা এই নারীর বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থপাচার ও প্রতারণার অভিযোগ গঠন করা হয়েছে। 

বিজ্ঞাপন

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিসেস গলফ’ নামে পরিচিত ত্রিশোর্ধ্ব ওই নারীকে রাজধানী ব্যাংককের নোনথাবুরি এলাকার বিলাসবহুল বাড়ি থেকে গত ১৫ জুলাই গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৮০ হাজারের বেশি ছবি ও ভিডিও।

পুলিশ জানায়, মিসেস গলফ কমপক্ষে ৯ জন ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাদের ছবি ও ভিডিও ধারণ করতেন। এরপর এসব উপকরণ ব্যবহার করে তিনি ব্ল্যাকমেইল করে গত তিন বছরে প্রায় ১ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে জানা গেছে, মিসেস গলফ বিভিন্ন সন্ন্যাসীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গর্ভবতীর নাটক সাজিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন। গত জুনে ব্যাংককের এক মঠের প্রধান সন্ন্যাসী সন্ন্যাস জীবন ত্যাগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সন্ন্যাসীর কাছ থেকে তিনি ৭০ লাখ বাত (প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা) দাবি করেছিলেন সন্তানের ভরণপোষণের নামে।

পুলিশ জানিয়েছে, মিসেস গলফ ব্ল্যাকমেইল থেকে আয় করা অর্থের বড় অংশ অনলাইন জুয়ায় খরচ করেছেন।

ঘটনার পর থাই বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সংঘ সুপ্রিম কাউন্সিল বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। সরকারও সন্ন্যাসীদের জন্য জরিমানা ও জেলসহ কঠোর শাস্তির বিধান আনার কথা বলছে।

বিজ্ঞাপন

সম্প্রতি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ৮১ জন সন্ন্যাসীর উচ্চ পদবি বাতিল করেছেন এবং বলেন, সন্ন্যাসীদের অবিচারজনক আচরণ জনমানসে গভীর কষ্টের কারণ হয়েছে।

বিজ্ঞাপন

থাইল্যান্ডে ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। দেশটিতে সন্ন্যাসীরা সাধারণত সম্মানিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, মাদকসহ নানা অপরাধের অভিযোগ বেড়ে সমালোচনার মুখে পড়েছেন।
 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission