টিকটকারদের উপহার দিতে ৩৬ লাখ চুরি করেন তরুণী, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ০৯:৪৭ পিএম


টিকটকারদের উপহার দিতে ৩৬ লাখ চুরি করেন তরুণী, অতঃপর...
ছবি: সংগৃহীত

প্রিয় টিকটক তারকাদের উপহার দেওয়ার জন্য নিজ কর্মস্থল থেকে প্রায় ১ লাখ ২৬ হাজার রিঙ্গিত চুরি করেন অফিস সহকারী হিসেবে কাজ করা এক তরুণী। বাংলাদেশি প্রায় ৩৬ লাখ টাকা। একপর্যায়ে তিনি ধরা পড়েন এবং তাকে বিচারের আওতায় আনা হয়। বিচারে তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

সিঙ্গাপুর-ভিত্তিক সংবাদমাধ্যম লিয়ানহে জাওবাও-এর প্রতিবেদন মতে, চুরির ঘটনায় আটক তরুণী ঝোউ ইউ এনের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। গত বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন।

২০ বছর বয়সী মালয়েশীয় নাগরিক ঝোউ ইউ এন সিঙ্গাপুরের জিনলিক্সিং হার্ডওয়্যার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন নামের একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তার মাসিক বেতন ছিল মাত্র ২৩০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৭ হাজার ৬০০ রিঙ্গিত)।

বিজ্ঞাপন

কোম্পানির নগদ লেনদেন সামলাতেন তিনি—বিশেষ করে গ্রাহকদের কাছ থেকে পুনর্ব্যবহারযোগ্য পণ্যের বিনিময়ে অর্থ প্রদান করতেন। কিন্তু দায়িত্বে থেকেও নিজের লোভ দমন করতে পারেননি ঝোউ।

কোম্পানির পরিচালক বিদেশে থাকাকালে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৯ জানুয়ারির মধ্যে, ঝোউ ৪২ বার অফিসের ক্যাশবক্স থেকে চুরি করেন মোট ৩৮ হাজার ৩১৫ সিঙ্গাপুর ডলার (১ লাখ ২৬ হাজার রিঙ্গিত)। টাকা আত্মসাতের বিষয়টি ঢাকতে ভুয়া রসিদ বানানো, স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া এন্ট্রি দেন তিনি।

ফিরে আসার পর কোম্পানির পরিচালক হিসাবের গড়মিল লক্ষ্য করেন এবং পরদিন ঝোউকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি প্রথমে জানান, তিনি তার বাবার ঋণ পরিশোধের জন্য টাকা নিয়েছিলেন। প্রথমে বাবার ঋণ শোধের অজুহাত দেন তরুণী। তবে পরে স্বীকার করেন যে, চুরির অর্থ আসলে তিনি তার প্রিয় চীনা টিকটক তারকাদের ভার্চুয়াল উপহার পাঠানোর জন্য ব্যবহার করেছিলেন। 

বিজ্ঞাপন

ঘটনার পর প্রতিষ্ঠান থানায় অভিযোগ করে। আদালতে দোষ স্বীকার করার পর ঝোউ ইউ এনকে চার মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/একে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission