লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিলো হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৩:৪৮ পিএম


লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিলো হুথিরা
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথিরা। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি ইউরোপীয় নৌ মিশন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুসারে, সোমবার গ্রিস পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ইটারর্নিটি সি’ ২৫ জন ক্রুসহ হামলার শিকার হয়।

মঙ্গলবারও আক্রমণ অব্যাহত ছিল। এর মধ্যেই রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল। 

বিজ্ঞাপন

ইরান-সমর্থিত হুথিরা জানিয়েছে, ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা ইটারর্নিটি সি জাহাজে আক্রমণ করেছে এবং তারা অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে ‘নিরাপদ স্থানে’ নিয়ে গেছে।

হামলার শিকার জাহাজটির ৬ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হলেও অনেক ক্রুকে হুথিরা অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে।

ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ক্রুদের মধ্যে ২১ জন তাদের নাগরিক ছিলেন। এছাড়া বাকিদের মধ্যে একজন রাশিয়ান নাগরিক, যিনি আক্রমণে গুরুতর আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত রোববার লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিক-পরিচালিত আরেকটি পণ্যবাহী জাহাজ ‘ম্যাজিক সিজে’তে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। তারা দাবি করেছে, জাহাজটি এমন একটি কোম্পানির মালিকানাধীন, যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার হুথিদের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা জাহাজে উঠে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাচ্ছেন, যার ফলে জাহাজটি ডুবে যায়। এর আগে, রোববার হামলার শিকার জাহাজ ‘ম্যাজিক সিজে’র ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল। পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে উদ্ধার করে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission