ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছিল অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে। ওই বিক্ষোভে অনেকের সঙ্গে অংশ নিয়েছিলেন হান্না থমাস নামে এক নারী রাজনীতিবিদ, যিনি গুরুতর আঘাত পেয়েছেন পুলিশের লাঠিচার্জে; হারাতে বসেছেন একটি চোখ।
সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীকে যন্ত্রাংশ সরবরাহের অভিযোগে গত শুক্রবার (২৭ জুন) সিডনির একটি ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অনুষ্ঠিত হচ্ছিল বিক্ষোভটি। কর্মীদের মতে, প্রতিষ্ঠানটি মহাকাশ এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন শিল্পের জন্য ইলেকট্রোপ্লেটিং এবং পৃষ্ঠতল আবরণ পরিষেবা প্রদান করে এবং ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ উৎপাদনের সঙ্গে যুক্ত।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা আগাম বিজ্ঞপ্তি জমা বা প্রয়োজনীয় নথিপত্র পূরণ না করেই বিক্ষোভে নেমেছিলেন, যা বর্তমান বিক্ষোভ-বিরোধী আইনের অধীনে অপরাধ। তাই বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে যায় পুলিশ। কিন্তু, হান্না থমাস নামে ৩৫ বছর বয়সী ওই নারী রাজনীতিবিদ পুলিশকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং এসময় তার মুখের আঘাত লাগে। পরে তাকে ব্যাংকসটাউন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অনলাইনে প্রচারিত ছবিতে দেখা গেছে যে হান্নার ডান চোখ ফুলে গেছে এবং গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে। তার বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন বলছেন, সেই চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন তিনি।
রোববার (২৯ জুন) হাসপাতাল চিকিৎসাধীন থমাস বলেন, পুলিশ যখন আমার উপর আক্রমণ করেছিল তখন আমি শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। আমার ডান চোখে হয়তো আমি আর দেখতে পাবো না।
বিক্ষোভ দমনে ‘কঠোর আইন’ -এর সমালোচনা করে তিনি বলেন, তারা চরম সহিংসতা এবং বর্বরতার সাথে দমন করতে পুলিশকে উৎসাহিত করেছে।
ইসরায়েলের কারণে গাজার মানুষ যা পার করছে তার তুলনায় এই আঘাত স্পষ্টতই কিছুই না। সেই সঙ্গে প্রতিবাদ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
আরটিভি/এসএইচএম/একে