কাতারকে ধন্যবাদ জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৯:১৩ পিএম


কাতারকে ধন্যবাদ জানাল ইরান
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে কাতারের ‘গঠনমূলক ভূমিকার’ জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছে ইরান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশটি এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে সহায়তা করায় তিনি এ কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফির সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতেরাভানচি টেলিফোন আলাপ করেন। এ সময় তিনি তাকে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

আলোচনায় তাখতেরাভানচি বলেন, ভ্রাতৃপ্রতিম প্রতিবেশিত্ব ও সর্বোচ্চ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইরান দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও স্থায়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এর আগে, ইরান কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ এটি। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ ছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, দোহায় অবস্থিত আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানায়, কাতারের আমেরিকার আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ আগেই এক পশ্চিমা কূটনীতিক জানান, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটির ওপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে, দুপুর থেকেই এ হুমকি পাওয়া যাচ্ছিল। হুমকির খবরের পর পর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সরকার।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission