ঘুষকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন আদানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০১ ডিসেম্বর ২০২৪ , ১২:০২ এএম


ঘুষকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন আদানি

ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ তুলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রে। তাকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন তিনি। 

বিজ্ঞাপন

আদানি জানান, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। খবর রয়টার্সের।

ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও সাতজনের বিরুদ্ধে সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের একটি আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, সাড়ে ২৬ কোটি ডলারের বেশি ঘুষ দিয়ে একটি প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল আদানি গ্রুপ। ভারতের বৃহত্তম এই সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা হতো তাদের।

বিজ্ঞাপন

ঘুষ ও প্রতারণা ছাড়াও ২০২৩ সালে মার্কিন তদন্ত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসাধারণের উদ্দেশে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার বিষয়ও পরে যোগ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে আদানি গ্রুপ। 
গৌতম আদানি আজ শনিবার (৩০ নভেম্বর) ভারতের জয়পুরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  বলেন, প্রায় দুই সপ্তাহ আগে আমরা যুক্তরাষ্ট্র থেকে আদানি গ্রীন এনার্জির নিয়ন্ত্রক চর্চা নিয়ে কিছু অভিযোগের মুখোমুখি হয়েছিলাম। এটি প্রথমবার নয় যে আমরা এমন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আপনাদের বলতে পারি, প্রতিটি আক্রমণ আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা আদানি গ্রুপকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার সোপান হয়ে ওঠে।

তিনি বলেন, আজকের পৃথিবীতে নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। আমরা যখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, আমি আবারও নিশ্চিত করতে চাই যে আমরা বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা মেনে চলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আরটিভি/এআর

বিজ্ঞাপন


 

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission