টাইগার শিবিরে আরও একটি দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ , ০৭:২৯ পিএম


বাংলাদেশ
ছবি- বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবনমন হয়েছিলো টাইগারদের। এরপর চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের কাছে ১৯২ রানে হেরেছে শান্ত বাহিনী। এতে পয়েন্ট টেবিলের আরও নিচে নামলো টাইগাররা।

বিজ্ঞাপন

বাংলাদেশের মাটিতে টানা দুই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার ৪ নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। টপকে গেছে পাকিস্তানকেও। অন্যদিকে বাজে পারফরম্যান্সের মাশুল গুনতে হয়েছে শান্ত-মিরাজদের, চার থেকে পয়েন্ট তালিকার ৭ নম্বরে নেমে গেছে তারা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা এখন পর্যন্ত খেলেছে চার ম্যাচ। যেখানে দুই জয়ের বিপরীতে তাদের হার দুটিতে। অর্থাৎ বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কার পয়েন্ট ছিল শূন্য। দুটোতেই হেরেছিল তারা। বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। ৫ ম্যাচে পাকিস্তানের জয় ২টিতে, হার ৩টিতে। তারা পেয়েছে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট।

বিজ্ঞাপন

এই চক্রে ঘরের মাঠে শ্রীলঙ্কার এখনও সিরিজ আছে দুটি। চলতি বছরের শেষের দিকে তারা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর ২০২৫ সালে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেটা অবশ্য ইংল্যান্ডের মাটিতে।

অন্যদিকে  চলমান চক্রে বাংলাদেশ টেস্ট খেলেছে ৪টি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে হারার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল তারা। সেই সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের আগে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল চারে। 

সিলেট ও চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। বাংলাদেশ এখন যৌথভাবে সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। শতাংশের হিসাবে দলটির পয়েন্ট ১৭.৫০।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission