মিরপুরে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ , ০৯:৫৪ এএম


মিরপুরে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

মেট্রোরেলের নির্মাণ প্রকল্পের কাজের জন্য রাজধানীর মিরপুর এলাকায় আজ (বৃহস্পতিবার) ৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

বিজ্ঞাপন

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে। 

এতে জানানো হয়, চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ২, ৬, ৭, মিরপুর-১০, ১১ ও ১২ এর রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুব্দী ও আশপাশের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এর আগেও এই প্রকল্পের নির্মাণকাজের জন্য গেলো দুই সপ্তাহে দুই দিন মিরপুর এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ ছিল।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

২০১৬ সালের জুন মাসে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগেও গেলো দুই সপ্তাহে দুই দিন মিরপুর এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ ছিল।

বিজ্ঞাপন

এলাকাগুলো হচ্ছে- মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, আহমদনগর, পাইকপাড়া, শিয়ালবাড়ি, রূপনগর, আরামবাগ, ইস্টার্ন হাউজিং, মিরপুর ১০-এর পূর্ব ও পশ্চিম পাশ, আগারগাঁও রোড, মনিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, আগারগাঁও, সেনপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত থেকে ভাষানটেক, উত্তর কাফরুল, তালতলা, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ক্যান্টনমেন্ট ও আশপাশের এলাকা।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission