রাশিয়ার ওপর অবরোধ আরোপে একমত কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৩ জুলাই ২০১৭ , ১০:৪১ পিএম


রাশিয়ার ওপর অবরোধ আরোপে একমত কংগ্রেস

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপে ঐক্যমতে পৌঁছেছে আমেরিকার কংগ্রেস।

বিজ্ঞাপন

এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও অবরোধ শিথিল হবে না। কংগ্রেস তাতে ভেটো দিতে পারবে।

শনিবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা ৩ দেশের ওপর অবরোধ আরোপের বিষয়ে একমত পোষণ করেন।

বিজ্ঞাপন

চলতি মাসের শেষ দিকে এ-সংক্রান্ত বিল প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য পাঠানো হবে।

হোয়াইট হাউস তদবির করে বিলে পরিবর্তন আনার চেষ্টা করলেও পারেনি।

ফলে কর্তৃপক্ষ মস্কোর ওপর অবরোধ শিথিলের চেষ্টা করলে তা ঠেকানোর ক্ষমতা থাকবে কংগ্রেসের হাতে।

বিজ্ঞাপন

মেরিল্যান্ডের সিনেটর বেঞ্জামিন এল কার্ডিন বলেন, মার্কিন জনগণ ও বন্ধুদের পক্ষ থেকে কংগ্রেস প্রেসিডেন্ট পুতিনকে পরিষ্কার একটি বার্তা দিতে চায়।

বিজ্ঞাপন

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে বলেন, রাশিয়ার ওপর অবরোধের জন্য ঐকমতের বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছে রাশিয়া।

প্রেসিডেন্ট নির্বাচনে রুশ-সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এপি/কে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission