ফিফা কনফেডারেশনস কাপে মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলো জার্মানি।
মেক্সিকোর বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে প্রতিযোগিতায় হট ফেভারিট জার্মানি।
৬ মিনিটেই লিওন গোরেৎসকারের গোলে লিড নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। ৮ মিনিটে শালকের এই মিডফিল্ডারের গোলেই ব্যবধান দ্বিগুণ করে তারা। ৫৯ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন টিমো ওয়ার্নার।
পিছিয়ে পড়ে গোল পরিশোধের চেষ্টা করে মেক্সিকো। ৮৯ মিনিটে মার্কো ফাবিয়ান এক গোল শোধ করলেও লাভ হয়নি। খেলার শেষ মুহূর্তে আমিন ইয়োনেস গোল করলে ৪-১য়ের জয়ে প্রথমবারের মতো কনফেডারেশনস কাপে ফাইনালে ওঠার আনন্দে মাতে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
আসছে ২ জুলাই ফাইনালে চিলির বিপক্ষে মাঠে নামবে জার্মান দল।
প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে চিলি ৩-০ গোলে হারিয়ে ছিল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে।
২০১৪ বিশ্বকাপের মতো তাই ফিফার আরেকটি টুর্নামেন্টে হতে যাচ্ছে ইউরোপ বনাম লাতিন আমেরিকার লড়াই।
জেএইচ