হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৮ জুন ২০১৭ , ০৪:১৯ পিএম


হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: কাদের (ভিডিও)

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

রোববার দুপুরে রাজধানীর উত্তরায় অবৈধ গাড়ির বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এসময় ‘নৌকা ডুবে গেছে’ খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাব মন্ত্রী বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা কখনো ডুববে না।

বিজ্ঞাপন

গণমাধ্যমে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এ হামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। হামলার ঘটনায় যারাই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয় বিএনপি মহাসচিবের গাড়িবহর। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতা আহত হন।

আহতরা হলেন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission