রাজশাহীর তানোরের ডাঙ্গাপাড়া গ্রামের জঙ্গি আস্তানায় চালানো অভিযান ‘রিবার্থ’ শেষ হয়েছে।
সোমবার রাত ১১ টার দিকে তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানোর মধ্যে দিয়ে এ অভিযান সমাপ্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধরী। তিনি বলেন, বোম্বা ডিসপোজাল ইউনিট আসার পর বাড়ির মধ্যেকার বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি অরো বলেন, রোববার গভীর রাতে অভিযানের সময় ওই বাড়ি থেকে দুইটি সুইসাইডাল ভেস্ট, পাঁচ রাউন্ড গুলিসহ একটি ৭.৬২ মডেলের বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা এসে বিস্ফোরক উদ্ধার ও নিস্ক্রিয় করার পর এই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে রোববার রাত ১২টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী জেলা পুলিশ ওই জঙ্গি আস্তানাটি ঘিরে ফেলে। পরে ওই বাড়ি থেকে তিনজন বের হয়ে আসে। সোমবার সকালে আরো নারী ও শিশুসহ আরও ৯ জনকে বাড়ি থেকে বের করে পুলিশি হেফাজতে নেয়া হয়।
তারা নব্য জেএমপির সদস্য। তাদের তানোর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সোমবার সকাল থেকে ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ১৪৪ ধারা জারি করা হয়। লাল নিশান দিয়ে আশপাশে অবস্থান নেয় পুলিশ।
এসএস