সরকার গঠনে নতুন করে অনিশ্চয়তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরই প্রেক্ষিতে নির্ধারিত ১৯ জুনে ব্রিটিশ পার্লামেন্টে রানী দ্বিতীয় এলিজাবেথের ভাষণ অনুষ্ঠিত হচ্ছে না। এমনই আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।
এদিন কুইন্স স্পিচে নতুন সরকারের পক্ষে আইন উপস্থাপনের কথা ছিল। মুলত রানী এলিজাবেথ সরকার গঠনে ডিইউপিকে রাজি করাতে কনজারভেটিভদের আরও সময় দিতে চান।
সে কারণেই নির্ধারিত দিনের কয়েকদিন পর এই ভাষণ অনুষ্ঠিত হবে। তবে সেই দিনটি কবে, তা জানানো হয়নি।
৮ জুনের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তুমুল চাপে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ নেতা থেরেসা মে।
এদিকে, কুইন্স স্পিচ পিছানোর ঘটনাকে সরকারের ভিতরে ‘জটিলতার’ ইঙ্গিত করেছে, বিরোধী লেবার পার্টি।
ওয়াই