কলেজে চলছিল ক্লাস, এমন সময় হঠাৎ করে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এতে শ্রেণিকক্ষে থাকা সব শিক্ষার্থী পালাতে পারলেও আহত হয় এক শিক্ষার্থী। এতে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে।
জানা গেছে, আলিগড়ের ছাররা এলাকার চৌধুরী নিহাল সিং ইন্টার কলেজের একটি শ্রেণিকক্ষে চিতাবাঘ ঢুকে পড়ার ওই ঘটনাটি ঘটে। পরে চিতাবাঘের আক্রমণের শিকার ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রেণিকক্ষে চিতাবাঘ ঢুকে পড়ার সেই রোমহর্ষক দৃশ্যটি ধরা পড়ে কলেজের সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্থানীয় সূত্র অনুযায়ী, সোমবার সকালে হঠাৎ করেই চিতাবাঘটি কলেজ চত্বরে ঢুকে পড়ে। চিতাবাঘ দেখে চিৎকার শুরু করে কয়েকজন শিক্ষার্থী। এতে চিতা বাঘটি ছুটে গিয়ে ১০ নম্বর কক্ষে ঢুকে পড়ে। দরজার কাছেই ছিল শিক্ষার্থী লাকি। সবাই পালালেও হামলার শিকার হয় সে। তার ওপর দাঁত আর নখ দিয়ে আঘাত করে বাঘটি।
এ ব্যাপারে লাকি বলেন, ‘ক্লাসে ঢুকতে গিয়ে হঠাৎ সামনে দেখি চিতাবাঘ! সকলে হুড়োহুড়ি করে পালানোর চেষ্টা করছিল। সে সময় হঠাৎই বাঘটি আমাকে আক্রমণ করে।’
নিহাল সিংহ ইন্টার কলেজের অধ্যক্ষ যোগেশ যাদব বলেন, ‘সিসিটিভি ক্যামেরায় চিতাবাঘটির অবস্থান দেখে স্কুলের দরজা বন্ধ করে সেটিকে বন্দি করা হয়। এরপর খবর দেওয়া হয় বন কর্মকর্তাদের। তার গিয়ে বন্যপ্রাণীটিকে উদ্ধার করে। আহত ছাত্রের আঘাত গুরুতর নয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সে এখন ভালো আছে।’
সূত্র: জি নিউজ ও আনন্দবাজার পত্রিকা।
ভিডিও দেখতে ক্লিক করুন
এসএস