১ শতাংশের বেশি ভ্যাট কমাতে কষ্ট হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৪ মে ২০১৭ , ১১:০১ পিএম


১ শতাংশের বেশি ভ্যাট কমাতে কষ্ট হবে

মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) হার কমানো বেশ কষ্টকর হবে। ১ শতাংশের বেশি কমাতে হলে নতুন করে সফটওয়্যার করতে হবে। তবে এ জন্য দুই মাস সময় লাগবে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সফররত প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, নতুন আইনে টার্নওভার করের সীমা ৮০ লাখ টাকার বেশি হলে অনেকেই ভ্যাটের আওতার বাইরে চলে যাবেন। তাই এ বিষয়ে কী করবো এখানো নিশ্চিত নই।

বিজ্ঞাপন

নতুন আইন অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাটে আপত্তি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। তারা ভ্যাটের হার ৫ শতাংশ কমাতে বলেছিলেন।

তাদের দাবির মুখে অর্থমন্ত্রী ভ্যাটের হার কমানোর সিদ্ধান্তের কথা বলেছিলেন। তবে সেটি এখনো ঠিক হয়নি।

এ ভ্যাট হার নিয়ে আগামিকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, গেলো জুলাইয়ের পর জাপানি হাইঅফিসিয়ালদের এটি প্রথম সফর। উনার সঙ্গে আমার আলোচনা বেশি কিছু ছিল না। জাপান সফরে উনার সঙ্গে মিটিং হয়েছিল। জাইকা প্রেসিডেন্ট আমাদের দেশে আসলেন অনেক বছর পর। জঙ্গি নির্মূলে বাংলাদেশের পদক্ষেপে জাইকা প্রেসিডেন্ট প্রশংসা করেছেন বলে জানান অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, হলি আর্টিজানের ঘটনায় নিহত জাপানিদের স্মরণে আগামি ১ জুলাই মাসে তারা কিছু করতে চায়, আমরাও কিছু করব। আমরা এখনো ঠিক করিনি কীভাবে করব, বাজেটের পর বলতে পারবো।

এমসি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission