ভারতের অরুণাচলে গ্রাম তৈরি করল চীন! 

আন্তর্জাতিক নিউজ, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ০৭:২৪ পিএম


ভারতের, অরুণাচলে, গ্রাম, তৈরি, করল, চীন,  
ছবি: সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলায় গড়ে তোলা হয়েছে পুরোদস্তুর একটি চীনা গ্রাম! ১৯৫৯ সাল পর্যন্ত সেখানে ছিল আসাম রাইফেলসের শিবির। প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) প্রায় সাড়ে চার কিলোমিটার ভেতরে ওই গ্রাম তৈরি করে চীন।

বিজ্ঞাপন

সম্প্রতি মার্কিন গোয়েন্দা দপ্তরের একটি প্রতিবেদনে ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর অনুপ্রবেশ এবং গ্রাম নির্মাণের তথ্য জানানো হয়েছে। প্রকাশ করা হয়েছে ওই গ্রামের উপগ্রহচিত্রও।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গত বছরের বার্ষিক রিপোর্টে ওই ঘটনার কথা জানিয়ে বলা হয়েছিল, তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চীনা সেনা। বক্তব্যের সমর্থনে একটি উপগ্রহ চিত্রও প্রকাশ করা হয়েছিল। সেটি ২০২০ সালের ১ নভেম্বর তোলা হয়েছে বলে দাবি।

বিজ্ঞাপন

রিপোর্ট বলা হয়, ষাটের দশকের গোড়তেই আসাম রাইফেলসকে হটিয়ে তাসরি চু নদীর তীরের ওই এলাকা দখল করেছিল চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পরে সরে যায় তারা। কিন্তু পরবর্তী পাঁচ দশকে ধীরে ধীরে ওই অঞ্চল চীনা সৈন্যরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

গত বছর নভেম্বরে আরুণাচলের বিজেপি সাংসদ টাপির অভিযাগ করেছিলেন, আপার সুবনসিরি জেলায় এলএসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে স্থায়ী কাঠামো বানাচ্ছে চীন। এর পর গত এপ্রিলে আমেরিকার কংগ্রেসে জমা দেওয়া বার্ষিক রিপোর্টে ‘অফিস অব দি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ জানিয়েছিল ভারতীয় ভূখণ্ড বেদখলের কথা।

সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া 

বিজ্ঞাপন

এনএইচ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission