আমাদের বাঁচান, আমরা অপরাধী নই, আওয়ামী লীগ কর্মী

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২১ মে ২০১৭ , ১১:১২ এএম


আমাদের বাঁচান, আমরা অপরাধী নই, আওয়ামী লীগ কর্মী

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাঁচান। আমরা অপরাধী নয়, নিরপরাধ আওয়ামী লীগ কর্মী।

বিজ্ঞাপন

নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে আবু জাফর মিয়া নামের এক ছাত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন।

নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমাদের বাঁচান। আমরা সাধারণ ছাত্র প্লিজ আমাদের উদ্ধার করুন। প্লিজ প্লিজ প্লিজ।”

বিজ্ঞাপন

নিজের ফেসবুক ওয়ালে শনিবার ভোর রাতে আবু জাফর মিয়া লেখেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্যারদের উদ্দেশ্য করে বলছি, আমরা নিরপরাধ। আমরা কখনো শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। প্লিজ, আপনারা আমাদের সার্চ করুন। দেখুন কিছু পান কিনা। আমরা নিরপরাধ। বাইরে থেকে আমাদের ছিটকিনি লাগানো। প্লিজ, ছিটকিনি খুলে আমাদের উদ্ধার করুন।

নিজেকে নিরপরাধ দাবি করে আরেকটি পোস্টে নরসিংদি সরকারি কলেজের এই ছাত্র লেখেন, আমরা অপরাধী না। আমাদের আত্মসমর্পণের মাধ্যমে হলেও সার্চ করা হউক। যদি কোনোকিছু পাওয়া যায় আমরা সব অপরাধ মেনে নেব। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন।

বিজ্ঞাপন

শনিবার নরসিংদির গাবতলীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানার সন্ধান পায় র‌্যাব। পরে রোববার সকালে ফের অভিযান চালায় র‌্যাব। এর পর সকালেঘিরে রাখা ওই বাড়ি থেকে ৫ আত্মসমর্পন করেন। 

বিজ্ঞাপন

এর আগে রোববার সকাল সাড়ে নয়টায় র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, সন্দেহভাজন আস্তানার ভেতরে থাকা লোকজন আত্মসমর্পণ করতে রাজি আছে। 

শনিবার রাত থেকে বাড়িটির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানিয় প্রশাসন।

শনিবার কমান্ডার মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু জঙ্গি নরসিংদীর গাবতলী এলাকায় অবস্থান করছে বলে আমরা বিষয়টি নিশ্চিত হই।

এইচটি/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission