চিতাবাঘকে লাঠিপেটা করলো বৃদ্ধা! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১১:৪৭ এএম


চিতাবাঘকে লাঠিপেটা করলো বৃদ্ধা! (ভিডিও)

বাড়ির ভেতরে ঢুকেছিল একটি চিতাবাঘ। সকলের নজর এড়িয়ে  সেটি বাড়ির ভেতরে একটি গাছের আড়ালে বসেছিল। সন্ধ্যায় বাড়ির ভেতরে অন্ধকার থাকায় গা ঢাকা দিয়ে ছিল বাঘটি।

বিজ্ঞাপন

ওই বাড়ির এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে বেরিয়ে আসেন বাইরে। তিনি তার হাতের লাঠিটা পাশে রেখে বারান্দায় বসেন। পেছন ফিরে বসতেই বৃদ্ধার ঘাড়ের উপর লাফ দেওয়ার চেষ্টা করে চিতাবাঘটি। কিছু একটা তার দিকে এগিয়ে আসছে এমন উপলব্ধি করে ডান দিকে ঘাড় ঘোরাতেই দেখেন চিতাবাঘ তাকে মারার জন্য উদ্যত। তার উপর লাফও মারে সে। কিন্তু তত ক্ষণে হাতের পাশে রাখা লাঠিটা তুলে নিয়েছিলেন বৃদ্ধা। সেই লাঠি দিয়েই চিতাবাঘটিকে পর পর কয়েক ঘা কষিয়ে দিলেন। বেগতিক দেখে সে সেখান থেকে মুহূর্তে অন্ধকারে পালিয়ে যায়। বৃদ্ধার চিৎকারে তখন বাড়ির অন্য সদস্যরাও এসে হাজির।

এই ঘটনায় নির্মলা দেবী সিংহ নামে ওই বৃদ্ধা সামান্য আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অ্যারে এলাকায়। 

বিজ্ঞাপন

জানা গেছে, এই ঘটনার দু’দিন আগেই চার বছরের এক শিশুর উপর হামলা চালিয়েছিল এক চিতাবাঘ। বাইরে খেলার সময় শিশুটির উপর হামলা চালায় সেটি। কিন্তু স্থানীয়দের তৎপরতায় শিশুটি প্রাণে বাঁচে। পর পর এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্র: আনন্দবাজার।

 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission