বনানীর ধর্ষক নাঈমই সিরাজগঞ্জের হাসান মোহাম্মদ হালিম (ভিডিও)

সুকান্ত সেন

শনিবার, ১৩ মে ২০১৭ , ১২:০৮ পিএম


বনানীর ধর্ষক নাঈমই সিরাজগঞ্জের হাসান মোহাম্মদ হালিম (ভিডিও)

ঢাকার বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফই সিরাজগঞ্জের হাসান মোহাম্মদ হালিম। এমনটাই দাবি স্থানীয়দের। গণমাধ্যমে ছবি দেখে তাকে হাসান মোহাম্মদ হালিম হিসেবে শনাক্ত করে এলাকাবাসী।

বিজ্ঞাপন

নানা অপকর্মের জন্য সে এলাকায় প্রতারক হিসেবে পরিচিত।

সিরাজগঞ্জের কাজীপুরের এক দরিদ্র ফেরিওয়ালার সন্তান হাসান মোহাম্মদ হালিম ওরফে নাঈম আশরাফ। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ে সে।

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকার বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামী নাঈম আশরাফের ছবি দেখে তাকে হাসান মোহাম্মদ হালিম বলে সনাক্ত করেন এলাকাবাসী।

তাদের অভিযোগ ২০০৪ সালে ছাত্র থাকা অবস্থায় শিক্ষক পরিচয় দিয়ে বোর্ড থেকে প্রশ্নপত্র এনে ফেঁসে যায় সে। পরে বগুড়ায় প্রতারণা করে বিয়ে করতে গিয়েও ধরা পড়ে।

স্থানীয়দের অভিযোগ হাসান মোহাম্মদ হালিম  সিরাজগঞ্জ ও ঢাকায় নানা পরিচয় ও ছদ্ম নামে প্রতারণা করত। অপকর্মের জন্য স্থানীয়রাও তাকে প্রতারক বলেই জানেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

তবে শুধু আশ্বাস নয় ছদ্ম নাম ব্যবহারকারী হাসান মোহাম্মদ হালিমকে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।

 

 

আরকে/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission