জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে একটি বিড়ালকে ধাওয়া করতে করতে কূপে পড়ে যায় বিড়াল ও চিতাবাঘ উভয়ে। কূপের মধ্যেই বাঘের মুখোমুখি হয়ে থাবা উঁচিয়ে রুখে দাঁড়াল বিড়াল। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে অনলাইনে।
ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের নাশিকের একটি গ্রামের। স্থানীয়রা খবর দিলে বন অধিদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করেন চিতাবাঘটিকে।
ভাইরাল এ ভিডিওতে দেখা যায়, কূপের মধ্যে মুখোমুখি চিতাবাঘ এবং বিড়াল একে অপর থেকে কয়েক হাত দূরে বসে আছে। চিতাবাঘটি তার দিকে তেড়ে গেলেই থাবা উঁচিয়ে রুখে দাঁড়ায় বিড়ালটি। এ ভাবেই কয়েক সেকেন্ড মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে তাদের। পরে বনকর্মীরা এসে উদ্ধার করেন চিতাবাঘকে।
নাশিক পশ্চিম বিভাগের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, বিড়ালকে ধাওয়া করতে গিয়ে কূপে পড়ে যায় একটি চিতাবাঘ। পরে সেটাকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার।
এসএস