আরবাজ-মালাইকার বিবাহিত জীবনের ইতি

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ১০:২৩ পিএম


আরবাজ-মালাইকার বিবাহিত জীবনের ইতি

১৮ বছরের সম্পর্ক শেষ, বৃহস্পতিবার সরকারিভাবে বিচ্ছেদ হলো আরবাজ খান ও মালাইকা অরোরা খানের।

বিজ্ঞাপন

গত নভেম্বরে বলিউডের এ দম্পতি ডিভোর্সের মামলা করেন। তবে অনেকেই চেষ্টা করেও দুজনের সম্পর্ক জোড়া লাগানো যায়নি। বান্দ্রার একটি আদালতে ডিভোর্স নেন এ দুজন।

১৪ বছরের ছেলে আরহানের দায়িত্ব পেলেন মালাইকা। তবে স্বামীর কাছ থেকে কোনো খরচপাতি চাননি তিনি।

বিজ্ঞাপন

আদালত জানিয়েছেন, ছেলের সঙ্গে যখন খুশি দেখা করতে পারবেন আরবাজ।

প্রসঙ্গত, গতকালই(বুধবার) মুম্বইতে জাস্টিন বিবারের শোতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। অনেকেই যখন ভাবছিলেন সব ঠিক হওয়ার পথে তখনই দাম্পত্য জীবনের ইতি টানলেন দুজন।

বলিউডে জোর জল্পনা- অভিনেতা অর্জুল কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। এটি ঘিরেই নাকি মিয়া-বিবির মধ্যে ঝামেলার সূত্রপাত। যদিও এ খবর ভুয়া বলে উড়িয়ে দেন মালাইকা।

বিজ্ঞাপন

১৯৯৮ সালে বিবাববন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ-মালাইকা। বর্তমানে আরবাজের বয়স ৪৯ আর মালাইকার ৪৩।

বিজ্ঞাপন

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission