‘বাহুবলী দুই’ দেখতে ৩ কিলোমিটার লম্বা লাইন (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ , ০৩:০৯ পিএম


‘বাহুবলী দুই’ দেখতে ৩ কিলোমিটার লম্বা লাইন (ভিডিও)

বহুল আলোচিত ‘বাহুবলী দুই’ ছবি মুক্তি পেয়েছে শুক্রবার। ভারতের সিনেমা হলে টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। বক্স অফিসে যে আলোড়ন ফেলেছিল ‘বাহুবলী’, তাতে  দ্বিতীয় পর্ব নিয়ে সিনেমাপ্রেমীদের ব্যাপক আগ্রহ।

বিজ্ঞাপন

কাটাপ্পা কেনো বাহুবলীকে মেরেছিল তা জানতে আগ্রহের সীমা ছাড়িয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। শুক্রবার ভোর ৪টা না বাজতে বাজতেই হায়দরাবাদসহ দক্ষিণ ভারতে সিমেমা হলগুলি টিকিটের জন্য উপচে পড়েছে ভিড়।

হায়দরাবাদে ইশ্বর থিয়েটার হলে ভিড় সামলাতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছে বলেও খবর মিলেছে। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হায়দরাবাদের একটি হলের সামনে লাইনের ভিডিও। হায়দরাবাদের নেকলেস রোডে প্রসাদস আইম্যাক্স থিয়েটারে ‘বাহুবলী দুই’র আগাম টিকিট কাটতে ৩ কিলোমিটার লম্বা লাইন পড়েছে।

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সিনেমা মুক্তির আগে হায়দরাবাদ সহ গোটা দক্ষিণভারতে দর্শকদের মধ্যে ‌যে উন্মাদনা দেখা ‌যায়, সে একই রকম উন্মাদনা দেখা দিয়েছে ‘বাহুবলী দুই’ নিয়ে।

এদিন হায়দরাবাদে অভিনেতা প্রভাসের একটি দৈত্যাকৃতি পোস্টার টাঙিয়ে তাতে দুধ দিয়ে চান করান সিনেমাপ্রেমী মানুষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র : ইন্ডিয়া ডটকম
এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission