বাংলাদেশি প্রকল্পকে ভোট দেবার সময় ৫ দিন

তথ্য প্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭ , ০৫:২০ পিএম


বাংলাদেশি প্রকল্পকে ভোট দেবার সময় ৫ দিন

এ বছরের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি ফোরামে (ডব্লিউএসআইএস) বাংলাদেশের ৫টি প্রকল্প মনোনীত হয়েছে। ৪ ক্যাটাগরিতে এ প্রকল্পগুলোকে ভোট দিতে পারবে যে কেউ। ভোট দেয়ার শেষ সময় ৩০ এপ্রিল।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে অনলাইন ভোট থেকে নির্বাচন করা হবে সেরা প্রকল্পগুলো এবং ১২ থেকে ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় পুরস্কৃত করা হবে এ সেরা প্রকল্পগুলোকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম-এর উদ্যোগে মনোনীত হওয়া এ প্রকল্পগুলো রয়েছে ১, ৩, ৭ ও ১০ নম্বর ক্যাটাগরিতে ।

বিজ্ঞাপন

 

প্রকল্পগুলো হচ্ছে:

১. এটুআই এর সোসাল মিডিয়া ইন পাবলিক সার্ভিস ইনোভেশন ইনেশিয়েটিভ।

বিজ্ঞাপন

1. a2i’s Social Media in Public Service Innovation Initiative

বিজ্ঞাপন

২. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল একসেসেবল ইনফরমেশন সিস্টেম (ডিএআইএসওয়াই)  মানের শিক্ষা সামগ্রী।

2. DAISY-standard Accessible Reading Materials for Students with Visual and Print Disabilities

৩. এটুআই-এর ইউনিক এমপ্যাথি টুলকিট।

3. a2i’s Unique Empathy Training Toolkit

৪. অফিসের কম কাগজ ব্যবহারের বিকল্পে নতুন প্রকল্প ‘নথি’

4. Nothi: Less Paper Office

৫. টেলিমেডিসিন সেবার উন্নয়নে গ্রামীণ উদ্যোক্তাদের জন্য পারসোনাল কম্পিউটার ও স্মার্টফোনে ডায়গনস্টিক সফটওয়্যার ব্যবহার।

5. Rural Entrepreneurship Model for Telemedicine Services using locally developed PC and Smartphone-based diagnostic equipment and software

 গেলো বছরের ৫ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত সারাবিশ্ব থেকে বিভিন্ন প্রকল্প সাবমিট করা হয়। পরে ২ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিশেষজ্ঞরা এগুলোকে বাছাই করে মনোনায়ন দেয়।

৩০ মার্চ থেকে ভোট শুরু হয়,  চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

ভোট দেবার পদ্ধতি জানার জন্য ক্লিক করুন: https://goo.gl/ufueHmhttps://goo.gl/XKpM1e

 

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission