বৃষ্টির দিনে জুতার যত্ন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ , ০১:০২ পিএম


বৃষ্টির দিনে জুতার যত্ন

চলছে কালবৈশাখীর মৌসুম। টুপটাপ বৃষ্টির ফোটা পতনের ছন্দ। দিনগুলোতে মনে যতোই রোমান্টিকতার উদয় হোক না কেনো, এ ঋতু কিন্তু দিনযাপনে বাধা হয়ে দাঁড়ায়। চলতি পথে হঠাৎ বৃষ্টির হানায় ভিজে একাকার হতে হয়। হঠাৎ করে ভিজে গেলে একটু বিব্রতই হতে হয়। এসময় বেশি যে সমস্যাটা তৈরি হয়, তা হলো জুতা নষ্ট হয়ে যাওয়া। ভেজা জুতাজোড়া যদি প্রিয় হয় তাহলে তো মন খারাপের আর সীমা থাকে না।

বিজ্ঞাপন

বৃষ্টির পানি থেকে বাঁচাতে অনেকে এ সময় চামড়ার জুতা তুলে রাখেন৷ কিন্তু যাদের জুতা পরতেই হয় তাদের চিন্তার শেষ নেই।

বর্ষার পানিতে সাধের জুতার দফারফা হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তাছাড়া র‌্যাকে জুতা থাকলেও এসময় ড্যাম্প ধরার সম্ভাবনা থাকে। তবে নিয়মিত জুতার যত্ন নিলে সাধের জুতাজোড়া ভালো থাকবে। আপনিও স্বস্তিতে থাকতে পারবেন। তাহলে জেনে নিন বৃষ্টির দিনে জুতা যত্নে রাখার কিছু উপায়।

বিজ্ঞাপন

নিয়মিত পালিশ

এ সময় নিয়মিত জুতা পালিশ করানো উচিত। তাতে কাদা, ছত্রাক ইত্যাদি উঠে যায়। এছাড়া পালিশ থাকলে অনেকসময় জুতার ওপর পানি জমে থাকে না। তাই এ ঋতুতে নিয়মিত জুতা পালিশ করতেই হবে।

ওয়াক্সিং

বিজ্ঞাপন

সাধারণ ‘শ্যু কন্ডিশনার’ দিয়ে পালিশের চেয়ে একটু আলাদা ‘শ্যু ওয়াক্সিং’। জুতা যদি দামি হয় তবে বর্ষার গোড়াতেই এটা করিয়ে নেয়া ভালো। এর ফলে জুতার চামড়া একদম সুরক্ষিত থাকবে।

বিজ্ঞাপন

ওয়াটারপ্রুফ স্প্রে

একটু খোঁজ করলেই জুতার দোকানে মিলবে এ স্প্রে। এ জিনিস নিজের সঙ্গে রাখতে পারেন। হঠাৎ বৃষ্টির আগমনে জুতায় লাগিয়ে নিলেই হবে। তবে স্প্রে প্রয়োগে জুতার রঙ বদলানোর সম্ভাবনা থাকে। সেটা মাথায় রেখেই স্প্রে বেছে নিন।

জুতা ভিজে গেলে যা করবেন

* ভেজা জুতা শুকাতে তাপ দেয়া ঠিক হবে না। এর ফলে চামড়া শুকাবে ঠিকই কিন্তু চামড়া এবড়োথেবড়ো হয়ে যায়। তাতে সাধের জুতাটাই নষ্ট হয়ে যাবে।

* ড্রায়ার দিয়ে জুতা শুকনো করার কথা চিন্তাই করা যাবে না। 

* ভেজা জুতা শুকাতে কাগজ বা কাপড় ব্যবহার করতে পারেন। এটি চামড়ার ভেতরের পানিও শুষে নেবে।

* ঘরের তাপমাত্রায় জুতা শুকনো না হলে ভেপার ব্যবহার করা যেতে পারে। ভেপার আয়রনের মাধ্যমে এ কাজ করা যেতে পারে।

জুতার দুর্গন্ধ দূর করতে করণীয়

বর্ষায় জুতা ভিজলে বাজে গন্ধ হতে পারে। তাই এক্ষেত্রে ভিনেগার ব্যবহার করতে পারেন। একটা ছোট্ট কাপড় ভিনেগারে ভিজিয়ে জুতার ভেতরটা ভালো করে মুছে নিতে হবে। এর ফলে দেখবেন জুতার দুর্গন্ধ দূর হয়ে যাবে।

আরকে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission