ভারতের সঙ্গে কি চুক্তি হবে সেটা চুক্তি পর বিস্তারিত জানা যাবে। তবে ভারতের সঙ্গে যে চুক্তিই হোক না কেনো তাতে দেশের মানুষের কল্যাণ হবে। বললেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়ায় সুরেন্দ্রনাথ হাসপাতালের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এতে কোনো সম্মানহানি হবে না বলেও জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি জোট গঠন করে দলকে শক্তিশালী করছে।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
কে/এমকে