আবারও বিশ্বের শীর্ষ ধনী হলেন বেজোস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:৩২ পিএম


Jeff Bezos overtakes Elon Musk to reclaim spot as world’s richest person
সংগৃহীত

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ককে আবারও পেছনে ফেললেন জেফ বেজোস। মাস্ককে পেছনে ফেলে ফের বিশ্বের শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেজোস। ফোর্বসের রিয়েল-টাইম উপাত্তে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার টেসলার সিইও’র শেয়ার দুই দশমিক চার শতাংশ পড়ে যায়। ফলে ৪৬০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে মাস্কের। তাই ব্লুমবার্গের শীর্ষ ধনী সূচকের তালিকা থেকেও নিচে নেমে যায় তার নাম।

এখন মাস্কের চেয়ে ১৯ হাজার ১২০ কোটি মার্কিন ডলার বেশি নিয়ে ফের এগিয়ে গেলেন বেজোস। ২০১৭ সালে প্রথম বিশ্বের শীর্ষ ধনীর মর্যাদা অর্জন করেন বেজোস। গত মাসের আগে পর্যন্ত তিন বছর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ধরে রেখেছিলেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে মাস্ক প্রায় ছয় সপ্তাহ শীর্ষ ধনীর খেতাবটি ধরে রেখেছিলেন। করোনার মধ্যেই ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়ে যাওয়ায় হঠাৎই বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন করেছিলেন মাস্ক।

চলতি মাসেই বেজোস জানিয়েছিলেন যে, তিনি অ্যামাজনের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।  তার পদে স্থলাভিষিক্ত হবেন অ্যান্ডি জ্যাসি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission