তুমুল জনপ্রিয় পপ গায়িকা জেনিফার লোপেজকে এবার চলচ্চিত্রে কোকেন সম্রাজ্ঞীর চরিত্রে দেখা যাবে। তবে বড় পর্দার জন্য নয়, চলচ্চিত্রটি তৈরি হচ্ছে টেলিভিশন চ্যানেল এইচবিও’র জন্য।
বিজ্ঞাপন
বাস্তব কাহিনী অবলম্বনে তৈরি ছবিতে গ্রিসেল্ডা ব্লাঙ্কো চরিত্রে দেখা যাবে লোপেজকে। ১৯৭০-১৯৮০’র দশকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কোকেন পাচার করে 'কোকেন গডমাদার' নামে পরিচিতি পান গ্রিসেল্ডা। তাকে ২০০টি হত্যাকাণ্ডের জন্যও দায়ী করা হয়। ২০১২ সালে মারা যান তিনি।
অভিনয়ের পাশাপাশি ছবির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন লোপেজ।
বিজ্ঞাপন