মিরসরাইয়ে ট্রাক চাপায় সহকারিসহ চালক নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ০৫:১৬ পিএম


মিরসরাইয়ে ট্রাক চাপায় সহকারিসহ চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কৈয়াছড়া এলাকায় দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ট্রাকের চালক রফিক ঢালী (২৬) ও একই ট্রাকের সহকারি শিমুল মিয়া (২৪)। 

শিমুলের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার সদর থানার কৈশবপুর এলাকায়। তিনি মিজানুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ভোর রাতে কৈয়াছড়া হাইওয়ে সড়কের ওপর ঢাকাগামী ট্রাক দাড়িয়ে ছিল। এসময় পেছন থেকে ঢাকাগামী আরেকটি ট্রাক এসে ওই ট্রাকের পিছনে ধাক্কা দিলে চালক ও সহকারি ঘটনাস্থলে নিহত হন। 

গাড়িগুলো আটক করা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।


এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission