লিটনের আসনে ভোট চলছে [অডিও]

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ০৮:৩১ এএম


লিটনের আসনে ভোট চলছে [অডিও]

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে ভোট চলছে। বুধবার সকাল ৮টা থেকে এ ভোট শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

উপজেলার ধেপডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশামত হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে ঘুরে দেখা গেছে এখানে ভোটার সংখ্যা ৭ হাজার ২শ’ ৯১ জন। কিন্তু সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

এদিকে ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে গ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোট সুষ্ঠুভাবে শেষ করতে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ২৩ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

এছাড়া রয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মাশরুকুর  রহমান খালেদ, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ-আল-মোতাহিসম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, গাইবান্ধা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল আলম, এমএম আশিক রেজা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মালেক ও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিয়ার রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে গাইবান্ধা নির্বাচনী এলাকার প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারে সেজন্য নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যাপক সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ জন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ জন পুলিশসহ ২৪ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়ন এলাকায় ৩টি এবং পৌরসভা এলাকায় ৫টি মোবাইল টিমসহ ৫০টি মোবাইল টিম টহল দিচ্ছে ও ১৭টি স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে মোতায়েন করা হয়েছে।

এছাড়া নির্বাচনী এলাকায় র‌্যাবের ১৭টি টিম এবং ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটের দিন এবং এর আগে দু’দিন ও পরে একদিনসহ মোট চারদিন নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকছে।

এ নির্বাচনে ১ লাখ ৬২ হাজার ৫শ’ ৮৫ জন পুরুষ ও ১ লাখ ৭০ হাজার ৮শ’ ৪১ জন মোট ৩ লাখ ৩৩ হাজার ৪শ’ ২৬ জন ভোটার রয়েছেন। ১শ’ ৯টি কেন্দ্রের ৬শ’ ৩৭টি বুথে ভোট নেয়া হবে। ১শ’ ৯ জন প্রিজাইডিং অফিসার ৬শ’ ৩৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১ হাজার ২শ’ ৭৪ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

নির্বাচনে একজন স্বতন্ত্রপ্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

অপরদিকে যারা গাইবান্ধা ১ নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন তাদের ভোটের দু’দিন আগেই নির্বাচনী এলাকা ছেড়ে যাবার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এলাকা ছেড়ে না যাওয়া বা নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার করলে বা করার চেষ্টা করলে পুলিশ এবং জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে।
 
গেলো বছরের  ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়ায় অবস্থিত নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission