শততম টেস্টে সেরাটা চাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৩ মার্চ ২০১৭ , ০৮:১৭ পিএম


শততম টেস্টে সেরাটা চাই

গলে ৯৯তম টেস্টে হেরে ২ ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে আছে টাইগাররা। এখন অপেক্ষা শততম টেস্টের।  ঐতিহাসিক সেই টেস্টে ক্রিকেটারদের সেরাটা দেখতে চান বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

বিজ্ঞাপন

সোমবার দলের প্র্যাকটিস সেশনের পর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার এমন ইচ্ছার কথা জানান।

ওয়ালশ বলেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত। আমরা এ ম্যাচে দলের ক্রিকেটারদের সেরাটা দেখতে চাই।তারা নিজেদের সব শক্তি দিয়েই ম্যাচটায় ভালো করবে বলে আশা করি। তারাও নিজের সেরাটা নিংড়ে দিতে প্রস্তুত। সবচে’ বড় কথা এটা একটা মাইলফলক। একে স্মরণীয় করে রাখতে ভালো করা জরুরি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ টেস্টকে স্মরণীয় করার চিন্তা আমাদের মাথায় আছে। তাই চেষ্টা করছি কন্ডিশনের সঙ্গে উপযোগী একাদশ সাজাতে। পি সারা স্টেডিয়ামের উইকেটের সঙ্গে মিল রেখেই দল ঘোষণা করা হবে।

২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৫৯ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা। প্রথম টেস্টে হারের দায় ব্যাটসম্যানদের ওপরই দেন অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়ালশও সেই পথেই হাঁটেন।

তার মতে, দলের পেসারদের প্রায় সবাই তরুণ ও অনভিজ্ঞ। তারা ধারাবাহিকভাবে দীর্ঘ সময় লম্বা স্পেলে ভালো জায়গায় বল করতে পারে না।এর কারণ অভিজ্ঞতার ঘাটতি। যতো বেশি খেলবে ততো অভিজ্ঞতা বাড়বে। আর অভিজ্ঞতা বাড়ার সঙ্গে ততো এ ঘাটতি কেটে যাবে।

বিজ্ঞাপন

বুধবার কলোম্বোর পি সারা স্টেডিয়ামে ঐতিহাসিক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বিজ্ঞাপন

ওয়াই/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission