ফেনীর দাগনভূঁঞায় পিকনিকের বাস ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত ৩০ জন।
শুক্রবার সকালে উপজেলার তুলাতলী খোনাপুকুরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ জানায়, শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা তাদের পরিবার নিয়ে চট্টগ্রামে পিকনিকে যাচ্ছিলেন। বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তুলাতলী খোনাপুকুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে ধুমড়ে মুচড়ে যায়।
আহতদের দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহবিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে মহিলা বাবুর্চি মনোয়ারা বেগমকে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে মারা যান।
গাড়ির হেলপার মোঃ শাহাদাত হোসেনসহ কয়েকজনকে অবস্থা আশঙ্কাজনক।
দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
জেএইচ