ইরানের ভয়ংকর হামলা, টালমাটাল ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৩:৫৪ পিএম


ইরানের ভয়ংকর হামলা, টালমাটাল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা
ফাইল ছবি

এগারোতম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল চলমান সংঘাত। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘পরম বন্ধুকে’ পাশে পেয়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইরানের বেশ কয়েকটি প্রদেশে সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আঘাত হেনেছে ‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া’ হয়ে ওঠা দেশটি। 

বিজ্ঞাপন

তবে, জবাব দিচ্ছে ইরানও। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আর এ হামলায় টালমাটাল হয়ে গেছে ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। 

সোমবার (২৩ জুন) ইসরায়েলের ওয়াইনেট সংবাদসংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইরানের নতুন ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে। এতে চরম গোলযোগ দেখা দিয়েছে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহে।

টাইমস অফ ইসরায়েলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক গোলযোগ দেখা দিয়েছে। 

ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission