গত ২৪ ঘণ্টায় দেশে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৫২ হাজার ২৪৩ জনে।
শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮১৭ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৯৮ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ১৩৮ জনের।
চলতি বছর করোনায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরটিভি/এমএ/এআর