হাতের তালুতে ফুটে ওঠে যেসব রোগের লক্ষণ

আরটিভি নিউজ

সোমবার, ২৬ মে ২০২৫ , ০৫:৪০ পিএম


হাতের তালুতে ফুটে ওঠে যেসব রোগের লক্ষণ
ছবি: ফ্রিপিক

হাত দেখে ভাগ্য নির্ধারণের কথা অনেকেই বলেন। কিন্তু জানেন কি, হাতের তালু দেখে বোঝা যেতে পারে শরীরের ভেতরের অবস্থাও?

বিজ্ঞাপন

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শরীরের নানা সমস্যার ইঙ্গিত পাওয়া যেতে পারে হাতের ত্বক, রং ও তাপমাত্রা দেখে। বিশেষ করে পেটের সমস্যা, হজমের গোলমাল এমনকি লিভার, থাইরয়েড বা ডায়াবেটিসের মতো রোগেরও প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে হাতের তালুতে।

আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজির মতে, হাতের তালুতে যদি অস্বাভাবিক কিছু দেখা যায়, তা হতে পারে শরীরের ভেতরের রোগের প্রথম বার্তা।

বিজ্ঞাপন

চলুন জেনে নিই, কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন—

হাতের তালুতে লালচে ভাব
হঠাৎ হাতের তালু লাল হয়ে গেলে তা হতে পারে লিভারের সমস্যার লক্ষণ। একে বলা হয় পালমার এরিথেমা। এছাড়াও থাইরয়েডের সমস্যা, কোনো অটোইমিউন ডিজিজ বা গর্ভাবস্থায়ও এমন হতে পারে।

হাতের তালু অস্বাভাবিক গরম
শীতকালেও যদি হাতের তালু গরম লাগে, তাহলে তা হতে পারে হজমের সমস্যার ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, শরীরের উপকারী ব্যাকটেরিয়া কমে গেলে এমনটা হতে পারে। এছাড়া হাইপার থাইরয়েডিজম, উচ্চ রক্তচাপ, নিউরোএন্ডোক্রিন ডিজঅর্ডার ও ফাইব্রোম্যালজিয়া থাকলেও হাত অতিরিক্ত গরম হতে পারে।

বিজ্ঞাপন

হাতের তালু অস্বাভাবিক ঠান্ডা
শুধু শীতেই নয়, অন্য সময়েও কারও হাত ঠান্ডা হয়ে যেতে পারে। এর মানে হতে পারে শরীরে রক্ত সঞ্চালন ঠিকভাবে হচ্ছে না। আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) বা অতিরিক্ত মানসিক চাপজনিত পেটের সমস্যায়ও এমন হয়।

বিজ্ঞাপন

হাত ঘামা
হাত ঘামার সমস্যাকে বলা হয় হাইপারহাইড্রোসিস। ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যায় ঘর্মগ্রন্থি অতিসক্রিয় হয়ে যায়। যার ফলে তালুতে অতিরিক্ত ঘাম হতে পারে।

হাতের তালু শুষ্ক বা চুলকানি
হাতের তালু যদি খসখসে হয়ে যায় বা চুলকায়, তবে তা হতে পারে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য কিংবা ত্বকের অ্যালার্জির লক্ষণ। লিভার বা থাইরয়েডের সমস্যায়ও এমন হতে পারে।

হাতের তালুর এসব উপসর্গ শরীরের ভেতরের সমস্যার প্রাথমিক ইঙ্গিত হতে পারে। তবে, হাতের তালু যদি গোলাপি, মসৃণ, স্বাভাবিক তাপমাত্রার হয় এবং কোনো চুলকানি, লালচে ভাব বা অতিরিক্ত ঘাম না থাকে, তাহলে বুঝবেন শরীর ভালো আছে। হাতের তালুতে অস্বাভাবিক কিছু থাকলে সতর্ক হওয়া উচিত এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission