১৬৩ সিসির বাইকে কাঁপছে বাজার, ট্যাঙ্কি ফুল করলেই ৭৮০ কিলোমিটার

আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ১০:৫৬ এএম


১৬৩ সিসির বাইকে কাঁপছে বাজার, ট্যাঙ্কি ফুল করলেই ৭৮০ কিলোমিটার
ফাইল ছবি

দীর্ঘ দুই দশক মোটরসাইকেল বাজারে রাজত্ব করার পর আবার নতুন রূপে হাজির হয়েছে হোন্ডা ইউনিকর্ন। ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও এতে সংযোজন করা হয়েছে আধুনিক সব ফিচার। দুর্দান্ত মাইলেজের কারণে বাজারে আসতে না আসতেই দারুণ সাড়া ফেলেছে হোন্ডা ইউনিকর্নের নতুন মডেলটি।

বিজ্ঞাপন

নতুন হোন্ডা ইউনিকর্নে সংযোজন করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, সার্ভিস রিমাইন্ডার। দীর্ঘ যাত্রায় সার্বক্ষণিক সঙ্গী মোবাইলটি চার্জ দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে একটি ১৫ ওয়াট টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট। সেইসঙ্গে আছে গিয়ার পজিশন ইন্ডিকেটর ও ইকো ইন্ডিকেটর। 

ইউনিকর্নের নতুন মডেলটিতে ব্যবহার করা হয়েছে ১৬৩ সিসি সিঙ্গল-সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন, যা ১৩ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম; সঙ্গে আছে ৫-স্পিড গিয়ারবক্স।

বিজ্ঞাপন

নতুন মডেলে সবচেয়ে বড় চমক এর মাইলেজ। হোন্ডা দাবি করেছে, তাদের নতুন বাইকটির মাইলেজ প্রতি লিটারে ৬০ কিলোমিটার, আর এর ফুয়েল ট্যাঙ্ক ১৩ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন। ফলে, একবার ট্যাঙ্কি ফুল করলে ৭৮০ কিমি পর্যন্ত চলতে সক্ষম বাইকটি।

হোন্ডা ইউনিকর্নের নতুন এ মডেলটি এখনও বাংলাদেশের বাজারে আসেনি। তবে, ভ্যারিয়েন্ট ও রঙ অনুসারে ভারতের বাজারে বাইকটি বিক্রি হচ্ছে ১ লাখ ৩৪ হাজার থেকে ১ লাখ ৪৫ হাজার রূপির মধ্যে। তিনটি রঙে পাওয়া যাচ্ছে বাইকটি—  ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিস ব্ল্যাক ও রেডিয়েন্ট রেড মেটালিক। 

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission