এসএসসি পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন জোভান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৪:২৬ পিএম


এসএসসি পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা বললেন জোভান
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অন্যান্য বছরের মতো এ বছর ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

বিজ্ঞাপন

সাধারণত পরীক্ষায় কেউ ভালো ফলাফল করেন, আবার কেউ খারাপ করেন। কেউ আবার পরীক্ষায় কৃতকার্য হতে পারেন না। আর আশানুরূপ ফল করতে না পারার জন্য মন খারাপ করেন অনেকেই। এ পরিস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান।

এদিন দুপুরে ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে ফারহান আহমেদ জোভান লেখেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসির ফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

Capture

অভিনেতা জোভানের এ কথার সঙ্গে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্যের ঘরে প্রশংসাও করছেন তার। একজন মন্তব্য করেছেন, সহমত, খুবই ভালো কথা বলেছেন। আরেকজন লিখেছেন, সঠিক বলেছেন ভাই।

প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। যা শেষ হয়েছে গত ১৩ মে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গত বছরের তুলনায় এ বছর প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission