বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে পোক্ত করছেন। এবার এই অভিনেত্রী ক্যামেরার সামনেই জানালেন নিজের ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা।
সম্প্রতি একটি অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়ে উপস্থিত হন তিশা। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী জানালেন, কীভাবে এক সিনিয়র সহকর্মী তার প্রাপ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে কৌশলে বাতিল করিয়ে নিজেই দুটি পুরস্কার নিয়ে নেন।
অনুষ্ঠানের একপর্যায় তাকে প্রশ্ন করা হয়, কোনো সহকর্মীর আচরণে মর্মাহত হয়েছিলে? জবাবে অভিনেত্রী বলেন, এক সিনিয়র সহকর্মী বলেছিলেন, আমি যদি অ্যাওয়ার্ড পাই, তাহলে তিনি নেবেন না। এরপর তিনি কর্তৃপক্ষকে প্রভাবিত করে আমার অ্যাওয়ার্ডটা ক্যানসেল করিয়ে দেন। অনুষ্ঠানের দিন আমাকে ফোন করে জানানো হয়, ‘তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ না। পরে দেখি ওই দুইটা অ্যাওয়ার্ডই তিনি (সহকর্মী) নিয়ে গেছেন।
তানজিন তিশা যোগ করেন, এটা নিয়ে আমি আগে কখনও কিছু বলিনি। এবার প্রথমবারের মতো বলছি। হয়তো তিনি ভেবেছেন, দুটি অ্যাওয়ার্ড তার প্রাপ্য। আমি যেকোনো সহকর্মীকে ভালোভাবে জানার চেষ্টা করি, ওপরে ওপরে বন্ধুত্ব করি না।
আরটিভি/এএ/এস