আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, ৩ নম্বরটার খবরের জন্য অনুসন্ধান চলছে: তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০৪:৩৩ পিএম


আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, ৩ নম্বরটার খবরের জন্য অনুসন্ধান চলছে: তিশা

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে পোক্ত করছেন। এবার এই অভিনেত্রী ক্যামেরার সামনেই জানালেন নিজের ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা। 

বিজ্ঞাপন

সম্প্রতি একটি অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়ে উপস্থিত হন তিশা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা কথা বলেছেন তিনি।

481200515_1225751495575823_8771744568908517068_n

বিজ্ঞাপন

অনুষ্ঠানের এক পর্যায়ে তিশার কাছে নিজেকে নিয়ে শোনা গুজব নিয়ে জানতে চাওয়া হয়। অভিনেত্রী বলেন, আমার নাকি ২টা বিয়ে হয়েছে। ৩ নম্বর বিয়ের খবরের জন্য অনুসন্ধান চলছে। এ ছাড়া আমার একটি সন্তান আছে। তাকে আমি দাদির কাছে লুকিয়ে রেখেছি। এমন গুঞ্জন শুনে সব সময়ই হাসি পায়।

504895869_1296633151820990_732302012650469720_n

অনুষ্ঠানে তানজিন তিশাকে আরও প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— জবাবে অভিনেত্রী বলেন, আই উইল বি অ্যা মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।

বিজ্ঞাপন

এ সময় তিশা বলেন, দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।

বিজ্ঞাপন

আরটিভি/এএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission