কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য কলহ এখন টক অব দ্য টাউন। সম্প্রতি স্বামীর পরকীয়া হাতেনাতে ধরার অভিযোগ এনেছেন অভিনেত্রী। যে ঘটনা সাড়া ফেলে দেয় শোবিজ অঙ্গনে। এরপর রিয়ার অভিযোগ, পরকীয়া ধরে ফেলায় তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন তার স্বামী অরিন্দম চক্রবর্তী।
তবে এবার রিয়ার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন স্বামী অরিন্দম।
কিছুদিন আগেই রিয়া একটি ফেসবুক লাইভে বিস্ফোরক দাবি করেন, তার স্বামী নিজের বাড়িতেই অন্য এক নারীর সঙ্গে সহবাস করছেন। রিয়া জানান, এমন সম্পর্কের কথা জেনেও মুখে কুলুপ এঁটেছেন তার শ্বশুর! পাশাপাশি, বিগত তিন বছর ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার। সন্তানদের দায়িত্ব নিজেই নিতে চান বলেও জানান অভিনেত্রী।
রিয়ার পর এবার লাইভে এলেন অরিন্দম চক্রবর্তী। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য নারীর সঙ্গে সহবাস করছেন, তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন! শুধু তাই নয়, রিয়ার বিরুদ্ধে অরিন্দমের অভিযোগ, তার স্ত্রী নাকি ইচ্ছাকৃতভাবে তার মাকে অসুস্থ করেছেন! এমনকী পাড়ার লোকের সামনে চিৎকার, তার বাবার ওপর হাত তোলার মতো আচরণও করেছেন রিয়া।
অরিন্দম আরও দাবি করেন, তিনি প্রতি মাসে রিয়াকে ৭০ হাজার টাকা দেন। তা সত্ত্বেও আইনের সাহায্যে রিয়া আরও ৬০ হাজার টাকার ভরণপোষণ দাবি করেছেন, যা দিতে তিনি একেবারেই রাজি নন। তার প্রশ্ন—নিজেকে কর্মজীবী মা বলেন, সন্তান সামলান, তাহলে কেন এই টাকার দাবি?
অরিন্দম জানান, রিয়া নাকি নিজের প্রাক্তন প্রেমিকের সঙ্গে উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন, যা তার পক্ষে মানা কঠিন। এছাড়াও, রিয়ার বিদেশি এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও সামনে আনেন অরিন্দম।
জানা গেছে, এই মুহূর্তে দুজনেই আইনি পথে এগোচ্ছেন। রিয়া ও অরিন্দম দুজনেই দাবি করেছেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যা আদালতে পেশ করা হয়েছে।
এখন দেখার বিষয়, এই বিতণ্ডার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। কে সত্য বলছেন, তার ফয়সালা হবে আদালতেই।
আরটিভি/এএ