আহারে জীবন, কত সস্তা তুমি: পারশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৭:০৩ পিএম


আহারে জীবন কত সস্তা তুমি: পারশা
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটের পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত ফারিয়ার দুইটি জমজ বাচ্চা রয়েছে। মায়ের মৃত্যুতে শোকাহত তারা। ছোট বাচ্চা দুইটির কান্না ছুয়ে গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকাদের। 

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক পোস্টে ম্যানহোলে পড়ে নিহতের ঘটনায় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন, কখনও খোলা ম্যানহোল, কখনও উড়ে এসে পড়া বিমান! আহারে জীবন! কত সহজ তুমি! কত সস্তা!

বিজ্ঞাপন

MixCollage-04-Mar-2025-12-09-PM-4908-67c699661d722

এখানেই শেষ নয়, পারশা ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, আপুটার (ফারিয়া তাসনিম জ্যোতি) ছোট ছোট দুইটা জমজ বাচ্চা আছে দেখলাম। সারাজীবনের মতো এতিম হয়ে গেলো! আর কোনোদিনও মাকে জড়িয়ে ধরতে পারবে না। মায়ের হাতের রান্না খেতে পারবে না! নিতেই পারছি না বিষয়টা!

এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা ম্যানহোলের একটি স্থানে স্লাব না থাকায় দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কর্তৃপক্ষ কোনো স্লাবও বসায়নি। এমনকি সেখানে সতর্কতামূলক কোনো সাইনবোর্ডও ছিল না। হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ওই নারী খোলা ম্যানহোলে পড়ে যান। একপর্যায়ে পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission