শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার

আরটিভি নিউজ  

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৭:৪১ পিএম


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার
ছবি: কোলাজ

বীর মুক্তিযোদ্ধা স্বাধীন, বাংলাদেশের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী রুমী সরকার।

বিজ্ঞাপন

রোববার (২৭ জুলাই) একটি ইউটিউব চ্যানেল গানটি  প্রকাশিত হয়েছে। 

গানটি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীরত্ব গাঁথা দেশ প্রেমকে শ্রদ্ধাভরে স্মরণ করে তৈরী করা হয়েছে। গানটির গীতিকার ও সুরকার আলম দেওয়ান। গানটিতে সংগীত আয়োজন করেছেন এইচ আর লিটন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বাউল শিল্পী রুমী সরকার বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু মাত্র একজন রাষ্ট্রনায়কই নন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা যার হাত ধরে স্বাধীনতার ঘোষণা আসে। এই গান তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসার নিবেদন।

রুমী সরকার আরও বলেন, গানটির পেছনে অনেক বড় অবদান রয়েছে যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম.এ মালেক ভাই।

রাজনীতি বিশ্লেষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করেন এ ধরনের গানের উদ্যোগ তরুণ প্রজন্মকে জাতির ইতিহাসে শহীদদের অবদানের বিষয়ে সচেতন করতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

রুমী সরকার মূলত একজন বাউল শিল্পী, এবং তার গানগুলোর মধ্যে বিচ্ছেদ গান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন পালা গানও গেয়েছেন, যেমন পালা গান গুরু শিষ্য। তার গানগুলোতে সাধারণত প্রেম, বিচ্ছেদ, এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বাউল শিল্পী রুমী সরকার এমন গানও গেয়েছেন, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission